হাসিনা পরিবারের নামে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার নাম বদলানোর দাবিতে উপাচার্য দপ্তরের মূল ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছেন ডাকসু নেতারা। গতকাল রোববার বেলা পৌনে ৩টার দিকে চলা এ কর্মসূচিতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক–কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। খবর বিডিনিউজের।
নাম বদলানোর দাবি জানানো স্থাপনাগুলো হচ্ছে, শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল। হল দুটির মধ্যে শেখ মুজিবুর রহমান হলকে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে ‘বীরপ্রতীক সিতারা বেগম হল’ নামকরণের পক্ষে মত দেন বিক্ষোভকারীরা।
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘আমরা আজকে দুটি দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হলো, ফ্যাসিবাদের আইকনদের নাম অনুসারে বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা আছে, সকল স্থাপনার নাম অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে। বিক্ষোভ শেষে পাঁচ স্থাপনার নাম বদলানো এবং ‘ফ্যাসিবাদী’ শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য সাইমা হক বিদিশার কাছে স্মারকলিপি দেন ডাকসু নেতারা। এর আগে শনিবার রাতে ক্রেইন এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে দিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখেন হল সংসদের নেতারা। একইসঙ্গে সেখানে থাকা বঙ্গবন্ধুর দুটি প্রতিকৃতি মুছে দেওয়া হয়।












