বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন, হাসিনা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনেই ভারত এদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশে হাসিনার প্রেসক্রিপশনে বিভিন্নস্থানে খুনাখুনি হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ লাইসেন্সধারী অস্ত্রগুলো এখনও জমা দেয়নি। তাদের অস্ত্র থানায় জমা দিতে হবে। আজ পর্যন্ত কত অস্ত্র জমা দিয়েছে, তার তালিকা প্রকাশিত হোক, লাইসেন্স করা অস্ত্র দিয়ে বিভিন্ন ইউনিয়ন ডাকাতি খুন ও চাঁদাবাজি চলছে নীরবে। রাউজানে শান্তি ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব। আমি রাউজানে শান্তি ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়াছি। দক্ষিণ রাউজানে র্যাবের ক্যাম্প করে সন্ত্রাস দমন করতে হবে।
তিনি গতকাল শুক্রবার রাত সোয়া ৯টায় রাউজান উপজেলা (দক্ষিণ)’র বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। নোয়াপাড়া কলেজের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান। সভা পরিচালনা করেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মদ মেম্বার। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উত্তরজেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, আবদুল হাকিম, লিটন মাহাজন, তসলিম উদ্দিন, ছোটন আজম, জুয়েল চৌধুরী। ইউনিয়ন বিএনপির বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে বক্তব্য রাখেন এডভোকেট তাজুল ইসলাম, জানে আলম, মোঃ হারুন, এনামুল্লাহ, সরোয়ার খান মনজু, কাজী মৌলানা আবুল বশর, আবদুল মান্নান, ইয়াকুব, বাদশা, অপু, নুরুল আলম, জাহেদ, মো. আলম, হাফেজ আবুল কাসেম, নজরুল ইসলাম, ওসমান গনি, হাসান উল্ল্যাহ হাসান, মুমিনুল হক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাসেম, দিদারুল আলম, মো. সেলিম, মোঃ মুরাদ।