হাসান আকবরের বই পড়ে বিদেশ ভ্রমণের তৃপ্তি পান পাঠক

‘দেশে দেশে ভ্রমণ শেষে’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরের গ্রন্থ ‘দেশে দেশে ভ্রমণ শেষে’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পৃথিবীর নানা দেশ ভ্রমণের অভিজ্ঞতা এত নিখুঁত এবং সাবলীলভাবে বর্ণিত হয় যে সবকিছু চোখের সামনে ভাসে। বিদেশ না ঘুরেও হাসান আকবরের বই পড়ে বিদেশ ভ্রমণের তৃপ্তি পান পাঠক। হাসান আকবর শুধু নিজেই ভ্রমণ করেন না, দেশে ফিরে সেই গল্প এমন সুন্দরভাবে লিখেন যে আজাদীর সব পাঠকই তার সাথে যেন বিদেশে ঘুরেন। আর এটাই হাসান আকবরের লেখক জীবনের বড় সার্থকতা।

নগরীর খুলশী ক্লাব লিমিটেডের হলরুমে ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ সামশুল আলমের সভাপতিত্বে এবং ক্লাবের সেক্রেটারি প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিমের সঞ্চালনায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল বাকী, অমল চন্দ্র দাশ, শওকত আলী তালুকদার, আমীর হোসেন, ক্যাপ্টেন শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, ডা. মোহাম্মদ কিবরিয়া, ইঞ্জিনিয়ার খালেদ, শাহ আলম, ইঞ্জিনিয়ার সামশুদ্দীন, জসিমউদ্দীন ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুভূতি ব্যক্ত করেন লেখক হাসান আকবর।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্বের তাড়নায় আপনাদের সেবা করার ইচ্ছা করছি
পরবর্তী নিবন্ধপোশাক শ্রমিকের মোবাইল ছিনতাই বন্দরে গ্রেপ্তার ১