হাসপাতাল থেকে যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:২৮ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন একটি বেসরকারি হাসপাতাল থেকে ফয়সাল মাহমুদ (৩০) নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সাড়ে চারটার দিকে কাতালগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্তকে (২০)। তুলে নিয়ে যাওয়া যুবক ফয়সাল একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গত রোববার রাত ৯টার দিকে পার্কভিউ বেসরকারি হাসপাতাল থেকে ফয়সাল মাহমুদ নামে একজনকে তুলে নিয়ে যায় আসামিরা। রাউজানে নিয়ে গিয়ে ফয়সালের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে তারা। এক পর্যায়ে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা ফয়সালকে সোমবার (গতকাল) বিকেলে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধথাকছে আকর্ষণীয় পুরস্কার ফিনলে সাউথ সিটিতে শুরু হলো উইন্টার ফেস্ট
পরবর্তী নিবন্ধঢাকায় একসময়ের শীর্ষ সন্ত্রাসী মামুনকে দিনে-দুপুরে গুলি করে হত্যা