হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি

চমেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

দশম গ্রেডে বেতনের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গোলচত্বরের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘ লাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের। গতকাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এদিকে আজকেও অর্ধদিবস কর্মবিরতি পালনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। প্রথমে যদিও পূর্ণ দিবস কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশেন চমেক শাখার সাধারণ সম্পাদক আলী আজম বলেন, দেশের সকল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার। অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রμিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বার বার উপস্থাপিত হয়ে আসছে। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ সময় ধরে আমাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করে প্রতিনিয়ত সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হয়েছে।

চমেক হাসপাতালে আসা সেবাগ্রহীতা আরিফা বেগম বলেন, ছেলেকে ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু এখন ওষুধ নিতে পারছি না। আমরা গরীব মানুষ, এখন দোকান থেকে ওষুধ কিনতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আট ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ৯ বছর বয়সী শিশুর মৃত্যু, কেউ বলছেন আত্মহত্যা কারো মতে রহস্যজনক