বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গতকাল সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জ্বর এবং অন্যান্য কিছু সমস্যাও রয়েছে সুমনের। খবর বাংলানিউজের।
হাসপাতাল সূত্রে আনন্দবাজার জানায়, ভর্তির সময় সুমনের শরীরে অঙিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে তাকে অঙিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। সুমনের কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। তাছাড়া তার বুকের এঙ-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।