রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে জেলা পরিষদের অনুদানে সম্পন্ন প্রকল্পের উদ্বোধন রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাসান মুরাদ বিপ্লব, সুগ্রীব কুমার মজুমদার দোলন, আবুল কাশেম চিশতী, ডা. নাজ সোহানী সুলতানা, আশরাফদৌল্লা সুজন, ডা. মিছবাহ উদ্দিন, অধ্যক্ষ মর্জিনা আক্তার, নিয়তি মহাজন, কৃষ্ণ দাশসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, হাসপাতালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। সত্য প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করতে পারি। হাসপাতাল নিয়ে দুর্নীতি বরদাস্ত করা হবে না। হাসপাতালের জন্য আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হয়ে বিদ্যুৎ সাশ্রয়, বাগান তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে। এরই মধ্যে আমরা ১৮ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কার্যক্রম শুরু করবো জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকেও মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।