করোনা মহামারির এই ক্রান্তিকালীন সময়ে ভূজপুরের হাসনাবাদে ২৫ দুস্থ পরিবারের মাঝে ১৮টি সেলাই মেশিন ও ৭টি ছাগল বিতরণ করা হয়েছে। ব্যাংকার হাসান শামসুদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে এ সেলাই মেশিন ও ছাগল বিতরণ উপলক্ষে গত ২৯ মে হাসনাবাদ মদীনাতুল আরব উচ্চ বিদ্যালয়ের হল রুমে অধ্যক্ষ জহুরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক জহিরুদ্দীন মোহাম্মদ ইমরুল কায়েস। মাস্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফসার উদ্দিন চৌধুরী, কাজী সেলিম উল্লাহ, হাসান সামসুদ্দীন, আলিম উদ্দিন, মাস্টার নুরুল আলম, মাস্টার কাজী মহিউদ্দিন, মাস্টার শফিউল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, করোনাকালীন এই মহামারির সময়ে ২৫টি অসহায় দুস্থ পরিবারকে সাবলম্বী করে তোলার জন্য ১৮টি সেলাই মেশিন ও ৭টি ছাগল বিতরণের মাধ্যমে ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ এই কথাটির সত্যতা প্রমাণ করেছেন এলাকাবাসী। তিনি দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।