হাসনাতের নেতৃত্বে রাতে যমুনার সামনে অবস্থান

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিএনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশ ছাত্রজনতা। এসময় যমুনায় ঢোকার সবগুলো পথ বন্ধ করে দেয় পুলিশ। কাকরাইল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মিন্টু রোডের মোড় থেকেই পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করে। তবে ছোট ছোট মিছিলগুলোকে ঢুকতে দেওয়া হয়। কাউকেই রিকশা, মোটরসাইকেল বা গাড়ি ব্যারিকেডের ভিতরে নিতে দেওয়া হচ্ছিল না।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় এ কর্মসূচির ডাক দিয়ে রাত পৌনে ১০টার দিকে তিনি নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। সেখাতে রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করার কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। খবর বিডিনিউজের।

তিনি লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই। ১০ মিনিটের মধ্যে আড়াইহাজার মন্তব্য ও এক হাজার শেয়ার এসেছে হাসনাতের পোস্টে। তার পোস্টকে সমর্থন করে অধিকাংশ মন্তব্য এলেও বেশকিছু বিরোধী মন্তব্যও দেখা গেছে। অনেকে বিষয়টিকে নাটক বলেও মন্তব্য করেছেন। এখন পর্যন্ত নেওয়া সেরা ডিসিশন/১০০% ক্যাপ্টেইন/সহমত ভাই/সহমত পোষণ করছি/সেরা ডিসিশন ক্যাপ্টেন/ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি মন্তব্য এসেছে।

আবার ‘বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ যেকোনো মূল্যেই আওয়ামী লীগ সরকার চায়, এজন্য আওয়ামী লীগের হাতে দেশটা তুলে দেওয়া উচিত/আর নাটক কইরেন না আপনারা, আপনাদের নাটক দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ/হাসনাত হঠাও দেশ বাঁচাও, পাকিস্তানি হঠাও’ইত্যাদি ধরনের মন্তব্য আছে সেখানে।

প্রসঙ্গত, বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ত্যাগের পর থেকেই সোচ্চার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাটফর্ম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধগভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ