হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

৩৮নং ওয়ার্ড হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল অনুষ্ঠানিকতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এম হাসান মুরাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. নিজাম উদ্দিন, এস এম রহমত উল্লাহ, জাহিদুল আলম, দিদারুল ইসলাম ও শাহিনুর আক্তার। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান ও রাশেদা বেগম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। ২৪টির অধিক বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিচারক ও খেলা পরিচালনায় ছিলেন স্কুলের শিক্ষক মো. আলী মঈনু, মো. মিজানুর রহমান, শাহানা আক্তার, জবা বনিক, অরিন্দম পাল, সৈয়দ আবুল মনসুর, ফরমান উল্লাহ সিকদার, লিংকন বড়ুয়া, মো. ইমরান, তাহসিন রুবায়েত রশিদ, তাজদার হোসেন, জিনাত আরা চৌধুরী, কাজী আবুল হাসান, মো. জসিম, নুর হাসান ও নুরুল আনোয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় কিশোর-কিশোরীদের পাঁচ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিসিপিএ দাবা লিগে ডলফিন ক্লাব চ্যাম্পিয়ন