২৬নং ওয়ার্ডস্থ হালিশহর নাথপাড়া গীতা সংঘ পূজামণ্ডপে ধর্মসম্মেলন ও বস্ত্র বিতরণ স্বপন কুমার নাথের সভাপতিত্বে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন প্রকৌশলী আশুতোষ দাশ। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। প্রধান বক্তা ছিলেন নাট্যজন সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন পলাশ কান্তি নাথ রণী, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন তুরান, পুলিশের উপ–পরিদর্শক মোবিনুল ইসলাম, অধ্যাপক কৃষ্ণা দাশ, শিল্পী চৌধুরী, রীম্পা দে ও শিল্পী টিটু মল্লিক। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।