হালিশহর-দেওয়ানহাট রোড দৈনিক লক্ষাধিক লোকের যাতায়াতের পথ। এ পথ দিয়ে হালিশহর ও আশপাশের এলাকার হাজারো কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এত ব্যস্ততম সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা দখল করে পথচারীদের ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করা হচ্ছে। ফলে লেগে থাকে যানজট। বিশেষ করে ফইল্যাতলী বাজার, এ ব্লক-বাসস্ট্যান্ড মোড়, চুনা ফ্যাক্টরী মোড়, সবুজবাগ, বিশ্বরোড মোড়, নয়া বাজার, বউ বাজার, ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়, ঈদগাঁ মোড়, মনসুরাবাদ ও দেওয়ানহাট মোড়ের ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্নতা ও বাধা তৈরি করছে। যার ফলে ঘটছে নানান দুর্ঘটনা। তাই অতিদ্রুত হালিশহর- দেওয়ানহাট রোডের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করার অনুরোধ রইল।
রবিউল আলম
হালিশহর, চট্টগ্রাম।