হালিশহর চকপেনসিল ইংলিশ স্কুলে গল্প আহরণ প্রতিযোগিতার ৬ষ্ঠ অধিবেশন

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর হালিশহর চকপেনসিল ইংলিশ স্কুলের ২য় ও ৩য় শ্রেণিতে গত ২০ আগস্ট গল্প আহরণ প্রতিযোগিতার ৬ষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হয়। স্কুলের হেড অব এডমিন শাকিল হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং প্রিন্সিপাল শাহেদ আরা ফারিয়ার তত্ত্বাবধানে প্রতিযোগিতার বিচারক ছিলেন সিনিয়র শিক্ষক আশরাফুন নেছা। বিগত অধিবেশন শেষে কৃতী প্রতিযোগীদের মধ্যে বিতরণকৃত ‘গাছও গেল প্রাণও গেল’ গল্পটির ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেয় মাহজারুল ইসলাম রাফি, সাইফান মাহমুদ চৌধুরী, মায়সূরা সাবাহাত, রাফান ওয়াজেদ, মানজিল মুমতাহাম লাবিবা, আয়াশ রহমান আয়ান প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাইফান মাহমুদ চৌধুরী। প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণকারীদের মাঝে মেধা অন্বেষণ উদ্যোগের আওতায় গল্পের প্যাকেট বিতরণ করা হয়। প্রতিযোগিতার সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি, যানজট, মাদক, দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধচবির অতীশ দীপঙ্কর হলে উদ্বোধন হলো সুপেয় পানির প্লান্ট