গতকাল শনিবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষ রোপণ ও পরিচর্যা অভিযান। প্রতিষ্ঠানটির রয়েছে সেবাব্রতী বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো সুসজ্জিত দল।
পড়াশোনার পাশাপাশি মানব সেবামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে। কাজের ধারাবাহিকতায় আজ গানার্স ট্রেনিং এরিয়ার সাগর পাড়ে এবার ১০০টি ঝাউগাছ, ৪০টি খেজুর গাছ, ৩০টি কাঠবাদাম গাছ, ৩০টি নিম গাছ ও ২০টি তাল গাছ লাগানো হয়েছে। এছাড়াও বিগত বছরে লাগানো গাছের পরিচর্যায়ও হাত লাগিয়েছে শিক্ষার্থীরা।
অভিযানটি পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. সাইদুর রহমান, পিএসসি, এসবিপি, এসআই, ট্রেনিং রেজিমেন্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল।
শিক্ষার্থীদের এই চমৎকার অভিযানে অংশ নিয়েছেন দলগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রাথমিক শাখার সমন্বয়ক, এসআরও, কৃষিশিক্ষার শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।