হালিশহর এ ব্লক মহল্লা কমিটির বার্ষিক সাধারণ সভা গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। হালিশহর হাউজিং এস্টেটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবুল বাশার। মোহাম্মদ শফি উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম মাস্টার, শেখ মো. ইছা মিয়া, এমদাদুল হক ভূঁইয়া, নিজাম উদ্দিন ভূঁইয়া, মো. দিদারুল ফেরদৌস, মামুন আল রশিদ, আবদুল খালেক ভূঁইয়া, গোলাম কিবরিয়া মাসুদ প্রমুখ।
সভায় ৩০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া মাসুদ প্রমুখ। অন্যান্যরা হলেন কামাল হোসেন চৌধুরী, আহসান হাবিব মিন্টু, রেদোয়ান ভুঁইয়া, মঞ্জুর কাদের, প্রফেসর নুর মোহাম্মদ, আইয়ুব জাবের, মাহতাব উদ্দিন ফারুক, ফজলুল হক মাসুদ, আফতাব হোসেন লিটন, কামরুন নাহার আশা, ওয়াকিল আহমেদ রমজান, আমির হোসেন ভুঁইয়া, আবু জাফর, তাজুল ইসলাম, আবদুল খালেক ভুঁইয়া, জসীম উদ্দিন ভুঁইয়া, আলমগীর হোসেন, কবির আহমেদ ভুঁইয়া, জানে আলম ও মাসুদ আহমেদ সানু। প্রেস বিজ্ঞপ্তি।












