আহলে সুন্নাত ওয়াল জামা’আত ঐক্য পরিষদ হালিশহর থানা আয়োজিত জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ,) উপলক্ষে এক জশনে জুলুস স্থানীয় এস ক্লাব মাঠ হতে শুরু হয়। জুলুছটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আল হাসনাইন ইসলামী মিশনের চেয়ারম্যান শাহজাদা মুহাম্মদ মঈন উদ্দীন আল সাঞ্জারী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন আনোয়ারী। বিশেষ অতিথি ও হালিশহর থানা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মাঝে আলোচনায় অংশ নেন, মাওলানা মহিউদ্দীন নক্সেবন্দী, মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাশেমী, হালিশহর থানা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া হক্ব কমিটির সভাপতি ইমরান শাহেদ, মাইজভাণ্ডারিয়া রহমানিয়া মইনিয়া কমিটির সভাপতি নুর মুহাম্মদ ভাণ্ডারী, খানদানে আশরাফিয়ার সভাপতি মুহাম্মদ রফিক আশরাফী, আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন আল কাদেরী, ১১নং ওয়ার্ড নিএনপি নেতা মুহাম্মদ শফি উল্লাহ, হালিশহর বিএনপি নেতা কামাল উদ্দীন প্রমুখ। এতে বক্তারা অবিলম্বে দেশব্যাপী মাজার মসজিদ মাদরাসা দখলদারীত্ব বন্ধে সরকারকে জরুরি প্রদক্ষেপ নিয়ে এবং দেশব্যাপী জশনে জুলুছে জঙ্গী কতৃক হামলাকারীদর চিহ্নিত করে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।












