হালিশহর আবাহনী মাঠে মেলা নয়, হবে খেলা

এলাকাবাসীর মানববন্ধন

| রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

হালিশহর আবাহনী মাঠে মেলা বন্ধের দাবিতে আবাহনী মাঠ প্রাঙ্গনে হালিশহর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ‘খেলার মাঠে মেলা নয়, মেলার নামে নৈরাজ্য নয়’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের বছরগুলোতে মেলার নামে অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি ও ভাগবাটোয়ারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে যাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এতে আবাহনী মাঠের আশাপাশের বাসিন্দাদের মেলা চলাকালীন সবসময় আতংকে থাকতে হত। বর্তমানে কিছু স্বার্থান্বেষী মহল এই মেলা করতে নানারকম ফন্দি ফিকির করছে। বক্তারা প্রশাসনের কাছে এই মেলা বন্ধের দাবি জানান এবং আবাহনী মাঠকে পুরোপুরি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে খেলাধুলা নিয়মিত চালু রাখার মতামত ব্যক্ত করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী মো. মহসিন, রায়হান মাহমুদ, মোশারফ আমিন সোহেল, আতাউল হক অপু, জহির উদ্দিন বাবর, সাইদুল আলম, মো. সাইফুল, আঁখি সুলতানা, খালেদা বোরহান, আবদুল মালেক, মো. ফারুখ, সামিউল কবির সিয়াম, নাজমুল হোসেন, রফিক উদ্দিন জসিম, মো. নাসির, হাফিজুর রহমান বাবু, মো. মোয়াজ্জেম, মো. মামুন, সাফায়াত খান সোহেল, মো. সাজু প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরাসুল (সা.) এর জীবন-আদর্শ ব্যতীত সোনার দেশ গড়া সম্ভব নয়