হালিশহরে ৫০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার নাম মিজান খাঁন। তিনি সন্দ্বীপের জামশেদ খাঁনের ছেলে।

গত মঙ্গলবার রাতে নগরীর হালিশহরের বিব্লকের একটি বহুতল ভবনের নবম তলায় র‌্যাব৭ এর একটি টিম এনটিএমসির কারিগরি সহায়তায় বিআরটিসি কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড (অধিকাংশই টেলিটক ও কিছু এয়ারটেল), একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মিজান খাঁন দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স ব্যতিত অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করে আসছে। এর মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মেজর সানরিয়া চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে বিতর্কিত পোস্ট : চাকরি গেল সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস বিভাগ-চবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ