হালিশহরে শিশুদের মাঝে ছাত্র শিবিরের শিক্ষাসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে গত সোমবার ‘স্বাক্ষরতা অভিযান২০২৫’ পালন করা হয়েছে। এ উপলক্ষে নগরের হালিশহর বসুন্ধরা এলাকায় সমাজের পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং প্রাথমিক স্বাক্ষরতা অর্জনের কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ছাত্রনেতা মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগররের সাহিত্য ও সমাজসেবা সম্পাদক বাহা উদ্দিন, অফিস সম্পাদক সাহিদুল মোরসালিন ও স্কুল সম্পাদক মিজবাহ উদ্দীন। আয়োজন শেষে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী, খাতা ও কলম তুলে দেওয়া হয়। মাইমুনুল ইসলাম মামুন বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। দারিদ্র্য ও অশিক্ষা দূর করার জন্য সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্বাক্ষরতা অর্জনের মাধ্যমে একজন মানুষ নিজেকে গড়ে তুলতে পারে এবং সমাজ ও দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। তিনি বলেন, নবী করীম (সা.) শিক্ষা অর্জনকে নারীপুরুষ সবার জন্য ফরজ করেছেন। তাই প্রতিটি নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন একজোড়া ট্রেন চালুর দাবি
পরবর্তী নিবন্ধদেশ গঠনে চবিয়ানদের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে