নগরীর পিসি রোড ও হালিশহর আর্টিলারির আশপাশের রাস্তার উন্নয়ন কাজসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসকের হস্তক্ষেপ চেয়েছেন হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল রুশো। গতকাল মঙ্গলবার সকালে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। এসময় প্রশাসক অগ্রাধিকার ভিত্তিতে এসব রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, দেশের সেবা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। সকলের সহযোগিতা পেলে চট্টগ্রাম একটি নান্দনিক শহরে পরিণত হবে। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল রুশো সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আর্টিলারি সেন্টার ও স্কুলের জিএসও–১ লে. কর্নেল জমির উদ্দিন আহমদ চৌধুরী, চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম ও প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।