হালিশহরে যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন, স্বামীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

নগরীর উত্তর হালিশহরের ঠান্ডা মিয়ার গলি এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীকে খুনের মামলায় স্বামী হারুন অর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৪ সালের ৯ ডিসেম্বর যৌতুক না পেয়ে স্ত্রী এ্যানিকে হত্যা করেন স্বামী হারুন অর রশিদ। এ ঘটনায় এ্যানির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়। মামলার এজাহারে বলা হয়, ভিকিটম এ্যানির বাড়ি সীতাকুণ্ডে। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা সময়ে হারুন এ্যানির পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করেন। কিন্তু এ্যানির পরিবারের পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হচ্ছিল না। এ জন্য এ্যানিকে হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১৮ মার্চ হারুন অর রশিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর আদালত তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধধান চোর সন্দেহে গণপিটুনি, পিকআপ চালক নিহত
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম আরেক দফাবাড়ল, কারণ ‘টাকার দরপতন’