হালিশহরে মৌলভী নাদের আলী শাহ’র (রঃ) ওরশ সম্পন্ন

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

৩৮নং ওয়ার্ডে দক্ষিণ মধ্য হালিশহর শেখ হাজী আব্দুল আলী মালুম বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) এবং হযরত শামশুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (রঃ) এর বার্ষিক ওরশ গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে তশরীফ আনেন শেখ হাজী আব্দুল আলী মালুম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: আবু বকর ছিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিক্ষানুরাগী মো: হানিফ সওদাগর। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শিপিং ব্যবসায়ী এম ইউ এম আবুল হোসেন (বান্টু), বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী লায়ন মো: শাহাজান শরিফ, দিল মো: চৌধুরী (খোকন), ওরশ পরিচালনা কমিটির প্রধান মতোয়াল্লী এম ডি মহসিন মুরাদ, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, মো: তাজ উদ্দিন, মো: জুয়েল, মো: ইয়াছির আরাফাত, আমির মো: (সুমন), আশিকুর রহমান (জীবন), রেজাউল করিম, মো: রায়হান মুরাদ, মো: আবু নঈম, মো: ইমরান প্রমুখ। উক্ত মিলাদ মাহফিলে আওলিয়া কেরামের জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এবং পরিশেষে দেশ জাতি সমাজের সুখসমৃদ্ধি শান্তি কামনা করেন এবং সকল পৃষ্ঠপোষক আশেকান বক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিএনপি ক্ষমতায় আসলে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
পরবর্তী নিবন্ধউত্তর ফটিকছড়ি উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন