নগরীর হালিশহরের একটি বহুতল ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব–৭, এনটিএমসি এবং বিটিআরসি যৌথভাবে এই অভিযান পরিচলনা করে। হালিশহর বি–ব্লকের সুলতানা মঞ্জিল নামের ওই ভবনে গতকাল গভীর রাত পর্যন্ত অভিযান চলছিল।
বহুতল ভবনটির নবম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ মডেম সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।