নগরের হালিশহর থেকে পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। ধৃত অপহরণকারীরা হলেন মো. তাজুল ইসলাম (৩৬) ও রুবেল (৩৮)। গতকাল মঙ্গলবার সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সকাল পৌনে ১২টার দিকে হালিশহর থানার কে–ব্লক এসি মসজিদের সামনে মো. আলম ফরাজী নামে এক ব্যক্তিকে হালিশহর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে বলে জানায় অপহরণকারীরা। একপর্যায়ে একটি মাইক্রোবাসে জোর করে উঠায়। কিন্তু তাকে থানায় না নিয়ে বেড়িবাঁধ এলাকার খাল পাড়ের দিকে নিয়ে যায়।
পুলিশ জানায়, একপর্যায়ে ফরাজীকে মারতে থাকে অপহরণকারীরা। একইসঙ্গে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করে; টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা বড় স্যার পরিচয়দানকারী এক অপহরণকারী ফরাজীর প্যান্টের পকেটে থাকা নগদ ৭ হাজার ৮০০ টাকা নিয়ে নেয়। মাইক্রোবাসটি হালিশহর খালপাড় এলাকার একটি ব্রিজের সামনে দাঁড় করিয়ে এক অপহরণকারী নিচে নামে। এ সময় অপহৃত ফারাজী কৌশলে মাইক্রোবাসের গ্লাস খুলে বের হওয়ার চেষ্টা করে এবং চিৎকার করে। তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাইক্রোবাস ঘিরে ফেলে এবং তাজুল ইসলাম ও মাইক্রোবাসের ড্রাইভার রুবেলকে ধরে ফেলে। তবে এ সময় সাগর, রবিন ও অজ্ঞাতনামা আরো এক অপহারণকারী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ফারাজীকে উদ্ধার করে জনতার হাতে আটক দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় জব্দ করা হয় মাইক্রোবাসটিও।