হালিশহরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি অটোরিকশা খালে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে ব্যাটারি চালিত একটি অটোরিকশা উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল দুপুর ১১টার দিকে হালিশহর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। চালক আগেই অটোরিকশা থেকে লাফ দেন।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, অতিরিক্ত গতিতে চলছিল অটোরিকশাটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডানে সরে গিয়ে পাশের খালে পড়ে যায়। চালক তাৎক্ষণিকভাবে লাফিয়ে রক্ষা পেলেও যাত্রীসহ অটোরিকশাটি খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। এখন পর্যন্ত আহতদের নামপরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে খালে পড়ে যায়। এতে ছয়মাসের শিশু সেহরিশ খালের পানিতে তলিয়ে যায়। পরদিন কয়েক কি.মি দূরের চাক্তাই খাল থেকে শিশু সেহরিশের লাশ উদ্ধার হয়।

পূর্ববর্তী নিবন্ধআড়াই বছর ধরে নষ্ট একমাত্র ম্যামোগ্রাফি মেশিন
পরবর্তী নিবন্ধপোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন