হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কে ব্লক ৫ নম্বর গেইটে রাস্তার পাশে গ্যাস লাইনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত এসে দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রুবেল আলম বলেন, গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুন ঠিক সময়ে নিয়ন্ত্রণে না আনলে বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা ছিল। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।