চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী এবং রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার ও চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর বোন হালিমা খাতুন (৫৬) গতকাল রোববার দুপুরে ঢাকাস্থ একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত ১০টায় হাশিমপুর খুনিয়াপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।