হালনাগাদে চট্টগ্রামে ৩ লাখ ৩ হাজার নতুন ভোটারের তথ্য সংগ্রহ

এ পর্যন্ত ছবিসহ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রায় ২ লাখ ভোটারের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হালনাগাদ ভোটার তালিকায় সর্বশেষ ৩ লাখ ৩ হাজার ৮২৭ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ছবিসহ নিবন্ধন কার্যক্রম (বায়োমেট্রিক গ্রহণসহ) সম্পন্ন হয়েছে ১ লাখ ৯০ হাজার ৩৫৭ জনের। ৩ লাখ ৩ হাজার ৮২৭ জন নতুন ভোটারের ছবিসহ নিবন্ধন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

গতকাল সোমবার চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নগরীতে ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট কেন্দ্রে নতুন ভোটারদের ছবিসহ নিবন্ধন কার্যক্রম (বায়োমেট্রিক গ্রহণসহ) চলছে। একইভাবে উপজেলা পর্যায়েও প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট কেন্দ্রে নতুন ভোটারদের ছবিসহ নিবন্ধন কার্যক্রম (বায়োমেট্রিক গ্রহণসহ) চলমান রয়েছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে গত ২০ জানুয়ারি থেকে গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে মোট ৩ লাখ ৩ হাজার ৮২৭ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছে। তথ্য সংগ্রহের পর গত ৫ ফেব্রুয়ারি থেকে ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৩১ হাজার ৬১৮জন। এরমধ্যে মহানগরীতে ১৯ লাখ ৭৯ হাজার ২৪৮ জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৫২ হাজার ৩৭০জন।

নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করেছেন। যেসব নতুন ভোটার তথ্য ফরম পূরণ করেছেন তাদের এলাকা ভিত্তিক ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ধারাবাহিকভাবে ১১ এপ্রিল পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিভিন্ন বাজারে অভিযান ,৭ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধএক আসামির ডাবল যাবজ্জীবন, অপরজনের ১৪ বছরের কারাদণ্ড