হালদা মনিটরিংয়ে আরো ৪ সিসি ক্যামেরা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:০৯ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী মনিটর করার জন্য আরো ৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে আজিমারঘাট থেকে কাগতিয়া খালের মুখ পর্যন্ত। বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এসব ক্যামেরা স্থাপন করেছে।
এই ক্যামেরাগুলো স্থাপনের কারণে হালদা নদী আরো ৬ কিলোমিটার মনিটরিং-এর আওতায় এসেছে।
এর পূর্বে গত মার্চ মাসে নৌ পুলিশের পক্ষ থেকে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।
এই ক্যামেরার মাধ্যমে নদীর মদুনাঘাট থেকে আমতুয়া পর্যন্ত হালদা নদীর ১০ কিলোমিটার মনিটর করা যেত।
বর্তমানে ১২টি সিসি ক্যামেরার মাধ্যমে মদুনাঘাট থেকে কাগতিয়ার মুখ পর্যন্ত মোট ১৬ কিলোমিটার নদী মনিটর করা যাবে। হালদার মাছ চুরি রোধ, বালু উত্তোলন ড্রেজার পরিচালনা ও ইঞ্জিনচালিত নৌকা চলাচল তদারকিতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৮টি উচ্চক্ষমতা সম্পন্ন পিটি জেট ২শ’ ৩৬০ ডিগ্রি ২ কিলোমিটার জুম নদী রক্ষার ব্যাপারে কাজ করবে। আইডিএফ কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরা প্রতিটি দেড় কিলোমিটার করে ৬ কিলোমিটার নদী তদারকিতে কাজ করবে।
আইডিএফ-এর জোনাল ম্যানেজার শাহ আলম গণমাধ্যমকে বলেন, “পিকেএসএফ-এর সহযোগিতায় স্থাপিত তারবিহীন ক্যামেরাসমূহ সোলার প্যানেল দ্বারা পরিচালিত হবে। ক্যামেরাগুলো একটি খুঁটিতে বসানো হয়েছে যাতে দুই দিকে দেড় কিলোমিটার করে তিন কিলোমিটার স্পষ্টভাবে ভিডিও ধারণ করতে পারে। তাছাড়া খুঁটির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে যাতে কেউ খুঁটিগুলো নষ্ট করতে না পারে।”
হালদা রিভার্স ল্যাববেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, “এসব ক্যামেরা দ্বারা ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে স্মার্টফোনের একাধিক ডিভাইস ব্যবহার করে নদী তদারকি করা যাবে।”
সদরঘাট নৌ থানার আওতায় হাটহাজারীর রামদাস মুন্সিরহাটে স্থাপিত অস্থায়ী নৌ পুলিশ সিসি ক্যামেরায় কোনো স্থানে অসঙ্গতি দেখা মাত্র দ্রত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত ২
পরবর্তী নিবন্ধদেশে পৌঁছেছে ফাইজারের এক লাখ টিকা