হালদা নদীতে সারারাত ব্যাপি অভিযান  

অবৈধ ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১২:০৫ অপরাহ্ণ

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে ভ্রাম্যমান আদালত সূত্রে গণমাধ্যমকে অভিযানের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত ২ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গড়দুয়ারা ইউনিয়নের এবং রাউজানের হালদা নদীর বিভিন্ন অংশে রাত ২ টা থেকে ভোর রাত সাড়ে ৪ টা পর্যন্ত চালানো অভিযানে চার হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীসহ হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সহযোগিতা করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান দৈনিক আজাদী কে জানান, হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বাসের ধাক্কায় নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার