হালদা নদীতে ভোর রাতের অভিযানে অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৫৮ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেস হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১১ মে) ভোর রাতে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন।
তিনি বলেন, “হালদায় ডিম ছাড়ার জো(তিথি) চলছে। বজ্রসহ বৃষ্টিপাত হলে মা মাছ নদীতে ডিম ছাড়বে। মাছের আনাগোনা দেখে এক শ্রেণীর মৎস্যলোভী জাল দিয়ে নদী থেকে শিকার করছে।
উপজেলা প্রশাসন ভোর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীর সত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫শ’ মিটার জাল জব্দ করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পিতার হাতে পুত্র খুন
পরবর্তী নিবন্ধড. আলমগীর সিরাজুদ্দীন জাতীয় অধ্যাপক হওয়ায় সিআইইউর উপাচার্যের অভিনন্দন