হালদা নদী থেকে গতকাল রোববার ৫ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। মাদার্শা,ডুলাখালী, মুন্সিমাঝির ঘাটের পাশ থেকে মাছটি উদ্ধার করা হয়
জানা যায়, গতকাল মৃত মাছটি হালদা প্রকল্পের রাউজান অংশের প্রহরী রওশনগীর, বখতিয়ার ও আনোয়ার হোসেন মাছটি উদ্ধার করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে জানান। পরে মাছটিকে আজিমেরঘাটে নিয়ে এসে পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।