হালদা থেকে ২ হাজার মিটার ঘেরাও জাল জব্দ, ট্রাক্টর ধ্বংস

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হালদা নদীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নদীর সত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ২ হাজার মিটার ঘেরাও জাল জব্দ করা হয়। তাছাড়া নদীর পাড় থেকে মাটি কাটার সময় ১টি ট্রাক্টর ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন জানান, সামনে মাছের প্রজনন মৌসুম। তাই নদীতে এখন মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। মাছের আনাগোনা লক্ষ্য করে এক শ্রেণির লোভী মৎস্য শিকারি নদীতে জাল বসিয়ে মাছ শিকারের জন্য উঠেপড়ে লেগেছে।
উপজেলা প্রশাসন বিষয়টি মাথায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি হালদা রক্ষার জন্য অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবিশেষ ফ্লাইটে অতিরিক্ত ভাড়া কমান : সুজন