দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২০ হাজার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত হালদা নদী ও আশপাশের মোহনায় এ অভিযান চালানো হয়।
হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বলেন, হালদা নদীর নোয়াপাড়া, ছায়ারচর ও উত্তর মোহরা এলাকায় অভিযান পরিচালনাকালে পাতানো অবস্থায় ৮ হাজার মিটার অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।
এছাড়াও হালদা নদীর মোহনায়, কদুরখিল ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় ১২ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় অভিযান ও নৌ পুলিশের টহল অব্যাহত আছে।