হালদা থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৬:৩২ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার-ভাটার নদী সরকার ঘোষিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

নদী সংলগ্ন বাড়ির অধিবাসী বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ-এর স্বেচ্ছাসেবক জনৈক দিদারুল আলম নামে এক ব্যক্তি সিপাহীর ঘাট এলাকায় মৃত ডলফিনটিকে নদীতে ভাসতে দেখে আইডিএফকে খবর দেন।

আইডিএফ কর্তৃপক্ষ বিষয়টি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়াকে জানালে তিনি উপস্থিত হয়ে মৃত ডলফিনটি পরিদর্শন করেন।

ড. মনজুরুল কিবরীয়া বলেন, “মৃত ডলফিনটির গায়ে দু’টি আঘাতের চিহ্ন রয়েছে। ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন ২০ কেজি। এটা নিয়ে নদীতে মৃত ডলফিনের সংখ্যা দাঁড়াল ৩২টিতে। ডলফিনটির শরীরে পচন ধরায় সেটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।”

আজ রবিবার আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস। এই দিবসে হালদা নদীর মিঠা পানি থেকে মৃত ডলফিন উদ্ধার হালদা নদীর জন্য অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নদীর জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ঘরের উঠান থেকে অটোরিকশা চুরি