হালদা থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে হালদা নদী থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ করেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় নদীর গড়দুয়ারা, নয়াহাট, নাঙ্গোলমোড়া কয়েক কিলোমিটার এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা জানান, অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচ হাজার মিটার জালসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এসব জাল হালদা প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে গতকাল আইডিএফ হালদা গবেষণাগারের কাছে পুড়ে ফেলা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ সমাজ বিনির্মাণে সবুর খানের ভূমিকা প্রজন্মকে উদ্দীপ্ত করবে
পরবর্তী নিবন্ধহারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে তোলা হল লাশ