দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গতকাল বৃহস্পতিবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। হালদা নদীর মোহনায় কালুরঘাট সেতু সংলগ্ন এলাকা, নদীর দক্ষিণ পাড়ের কধুরখীল এলাকায় দেড় ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে ৮টি ডিঙ্গি নৌকা, মাছ শিকারের জন্য নৌকায় রাখা ১৮ হাজার মিটার অবৈধ জাল ও প্রায় ১৫ কেজি কেচকি মাছ জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল হক ভূইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, জব্দকৃত নৌকাগুলো ফুটো করে নদীতে ডুবিয়ে দেয়া হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।