দেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার-ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৩২শ’ মিটার ঘেরা জাল জব্দ করেছে।
নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়েছে।
নদীতে অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসাবে গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত ৯টা হতে ২টা ও গতকাল শনিবার দিবাগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৩২শ’ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানকালে জব্দকৃত মোট ৭টি জালের ৫টি গড়দুয়ারার বিভিন্ন পয়েন্ট থেকে ও ২টি উত্তর মাদার্শার নাপিতের ঘাট ও আমতুয়া এলাকা থেকে জব্দ করা হয়।
জাল স্থাপনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, গ্রাম পুলিশ সহযোগিতা করে।
অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।