হালদায় হাত জাল ও বড়শি ফেলা যাবে না : ফজলে করিম

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। গত শুক্রবার তিনি রাউজানের সর্ত্তার ঘাট এলাকায় কার্প জাতীয় মাছ অবমুক্ত করার সময় এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন নদীতে নজরদারি বাড়িয়ে জালপাতা বন্ধ করতে হবে। তিনি বলেন, নদীতে হাত জাল ও বড়শি ফেলা যাবে না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভা কর, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খাঁন, আলমগীর আলী, ইরফান আহম্মদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সুমন দে প্রমুখ। উল্লেখ্য যে, এদিন নদীতে চার শত কেজি বড় সাইজের মাছের অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
পরবর্তী নিবন্ধমোসতাক খন্দকারের ‘দুই বাংলার আবৃত্তির কবিতা’ প্রকাশ করল কোলকাতার দে’জ