কার্প জাতীয় মাছের দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সরকার ঘোষিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।
গতকাল বুধবার (১২ মে) দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত নদীর কচুখাইন, উরকিরচর এবং রাউজান ব্রিকফিল্ড ও হালদা নদীর মোহনা কর্ণফুলী সংযোগ এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ঘেরা জাল ২০ টেলা জাল জব্দ করা হয়।
এখন নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। তাই নদীতে ব্যাপক হারে মাছের আনাগোনা বেড়েছে। এতে করে এক শ্রেণীর লোভী মাছ শিকারী প্রশাসনের অগোচরে চুরি করে মাছ শিকারে লিপ্ত হয়েছে।
নগরীর সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান হালদা নদীতে অভিযান পরিচালনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার বিকাল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত হালদা নদীতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন অভিযান পরিচালনা করে নদীর বোয়ালিয়ার মুখ থেকে ৬শ’ মিটার অবৈধ জাল জব্দ করেন।
হালদার মাছ রক্ষায় নদীতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ।