বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। গত শনিবার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত নদীর মাঝির পাড়া, মদুনাঘাট এলাকায় নৌ পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।
আশরাফুল আলম জানান, হালদা নদীতে গভীর রাত থেকে সকাল পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে আড়াই হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।