এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার নদীর গুমানমর্দ্দন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। নদীর মা মাছের মজুদবৃদ্ধি, জীব বৈচিত্র্য ও মিঠা পানির ডলফিন রক্ষায় সারা বছর ইঞ্জিন চালিত নৌকা চলাচল, ড্রেজার ও বালু উত্তোলন বন্ধ করছে সরকার। এরপরও এক শ্রেণির মৎস্য শিকারী চুরি করে নদীতে জাল কিংবা বরশি দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছে। গতকাল হালদা নদীর গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকায় অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকারের কথা গোপন সংবাদের ভিত্তিতে অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন।
৪০নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের সহযোগিতায় জাল গুলো জব্দ করে আগুনে ধ্বংস করা হয় বলে ইউএনও গণমাধ্যমকে জানান। তিনি হালদা নদীর মা মাছের মজুদ বৃদ্ধি ও জীব বৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকে জানান।