হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল, ১ টি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার অংশে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস্য শিকারিরা দেশীয় নানাবিধ কৌশলে মাছ শিকার করার চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘেরা জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে সহযোগিতা করেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।