হালদায় অবৈধভাবে বালু পরিবহন, লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীর হালদা নদীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার মদুনাঘাটের রামদাস মুন্সিরহাট এলাকার হালদা নদীর অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন এ অভিযানে নেতৃত্ব দেন।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় গিয়ে অবৈধভাবে বালু পরিবহনের সত্যতা পাওয়া যায়। হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট ও ডাম্পারের সাহায্যে বালু পরিবহনের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এর ধারায় একটি মামলায় আসামি মো. বাবলুকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী সাথে ছিলেন এবং নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী এবং হালদা নদীর পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব সাথে থেকে সহযোগিতা করেন। ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হালদা নদীর জীব বৈচিত্র্য ও মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসংকট সমাধানের ভালো উপায় নির্বাচিত সরকার : ফখরুল
পরবর্তী নিবন্ধএকদিনে দেশে ৪ শিশু-তরুণের প্রাণ কাড়ল ডেঙ্গু