মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. শহীদুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও মো. সুমন মিয়া (৩৬) নামে আরো এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হালদা নদীর উজানে অভিযানে বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. শহীদুল ইসলাম (৪১) পিতা মনু মিয়াকে এক লাখ টাকা জরিমানা ও মো. সুমন মিয়াকে (৩৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সে এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী বলেন, উপজেলায় ৩ টি বালু মহাল ইজারা থাকা সত্বেও কতিপয় ব্যক্তি হালদা নদীতে বেআইনিভাবে বালু উত্তোলন করার অপরাধে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।