হালদার রেণু এবার সর্বোচ্চ দামে বিক্রি

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ৮:৫৮ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে সংগৃহীত ডিমের রেণু এবার স্মরণকালের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।
বিভিন্ন হ্যাচারিতে ভিন্ন ভিন্ন দামে রেণু বিক্রি হলেও গড়পড়তা হিসাবে প্রতি কেজি রেণু বিক্রি হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকায়। চাহিদার চেয়ে কম ডিম সংগৃহীত হওয়ায় বেশী দামে রেণু বিক্রি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
জানা যায়, এপ্রিল মাসের মাঝামাঝি নদীর উপরি অংশে প্রবল বর্ষণের ফলে নদীতে ঢলের সৃষ্টি হয়। সেই সাথে বজ্রবৃষ্টি অব্যাহত থাকলে মাছ নদীতে ডিম ছাড়ে। এবার, এপ্রিল মাসে তেমন বৃষ্টি হয়নি। মে মাসে মাঝে মাঝে বৃষ্টি হলে ও বৃষ্টির প্রকোপ বেশি ছিল না।
মে মাসের ২০ তারিখের পর সাগরে ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাব দেখা দেয়। এই সময় আবার পূর্ণিমা তিথির জো শুরু হয়। ঘূর্ণিঝড় ও জো’র কারণে নদীতে জোয়ারের প্রকোপ বৃদ্ধি পায়।
নদীতে জোয়ারের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গলবার মধ্যরাতে মা মাছ নদীতে নমুনা ডিম ছাড়ে। পরদিন বুধবারও বারো ঘন্টা পর দুপুর বারোটার দিকে আবারো নমুনা ছাড়ে।
হালদায় ব্যাপক অভিযানের কারনে ডিম সংগ্রহকারীরা এবার মনে করেছিল গত বছরের চেয়ে এ বছর অধিক পরিমাণে ডিম ছাড়বে মা মাছ।
সেই হিসাবে ডিম আহরণকারীদের প্রস্ততিও ছিল কিন্তু হঠাৎ করে গত বুধবার দিবাগত রাতে মা মাছ নদীতে ডিম ছেড়ে দেয়।
এবারে নদীতে ছাড়া ডিমের পরিমাণ গত বছরের চেয়ে চার ভাগের এক ভাগ মাত্র- ৬ হাজার ৫ কেজি।
গত বছর প্রায় ২৬ হাজার কেজি ডিম পাওয়া গিয়েছিল। কম সংখ্যক ডিম পাওয়ার পরও নদীতে লবণাক্ত পানি ঢুকে পড়ার অনেক ডিম নষ্ট হয়ে গেছে।
এবার নদীর দুই পাড়ে ৬টি সরকারি হ্যাচারি এবং ১শ’ ৭৬টি মাটির কুয়া প্রস্তত ছিল রেণু ফোটানোর জন্য।
কিন্তু পর্যাপ্ত ডিম সংগৃহীত না হওয়ায় সরকারিভাবে প্রতিষ্ঠিত হ্যাচারিতেই ডিম থেকে রেণু ফোটানোর কাজ শেষ করা হয়েছে।
ডিম কম সংগৃহীত হওয়ায় রেণুও কম হয়েছে। এবার গড়পরতা হিসাব করলে দেখা যায় প্রতি কেজি রেণু ১ লাখ ৪৫ হাজার টাকা হিসাবে বিক্রি হয়েছে।
রেণুর এই দাম স্মরণাতীতকালের সর্বোচ্চ বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা।
বিগত বছর সমূহে প্রতি কেজি রেণু ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার বেশি বিক্রি হয়নি। রেণুর দাম বেশী হওয়ায় মাছচাষীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর খুনের আসামী রাঙ্গুনিয়ায় গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার