হালদায় ভেসে উঠল ৪৩তম মৃত ডলফিন

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে ভেসে উঠেছে বিপন্ন প্রজাতির একটি মৃত ডলফিন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমার ঘাট এলাকার থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। হালদা বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। তবে এটি পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

জানা যায়, বুধবার সকালের দিকে হালদা নদীর আজিমার ঘাট এলাকায় নদীতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়রা একটি মৃত ডলফিন দেখতে পায়। বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ও হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া কে জানানো হয়। তিনিসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়, ডলফিনটি পঁচে দুর্গন্ধ বের হচ্ছে। পরে উপস্থিত মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিত লোকজন পঁচা ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়।

হালদার জীববৈচিত্র নিয়ে কাজ করে আসা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম ডলফিনের মৃত্যু নিয়ে বলেন, গবেষক ও পরিবেশবাদীরা বহু বছর ধরে কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন রক্ষায় নদীর পানি দূষণের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে। নদী থেকে জালপাতা ও হালদার মুখে যান্ত্রিক নৌযান বন্ধের উদ্যোগ নিতে। হালদা পাড়ের মানুষ এসব দাবিতে স্বোচ্চার থাকলেও এই পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হালদা ডলফিন শূন্য হয়ে পড়ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিচার্চ ল্যাবরেটরির সমন্বয়ক, হালদা গবেষক ও চবির প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, হালদা নদী থেকে উদ্ধারকৃত এই মৃত ডলফিনটি ৪৩তম ডলফিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি। এটি তরুণ বয়সের ডলফিন এবং ২০২৪ সালের মধ্যে চতুর্থ মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডলফিন পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

জানতে চাইলে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন হালদায় ভেসে উঠা ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি এম এ লতিফ দুই দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধসাকিবের নামে আদালতের সমন