হার দিয়ে বিপিএল শেষ চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১১ পূর্বাহ্ণ

শেষ ম্যাচটাও জিততে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অনেক আগেই বিপিএলের লিগ পর্ব থেকে ছিটকে গেছে। তাই শেষের দুটি ম্যাচ ছিল কেবলই আনুষ্ঠানিকতার। আর সে আনুষ্ঠানিকতার ম্যাচের প্রথমটিতে আগের দিন ঢাকাকে হারিয়েছিল চট্টগ্রাম। কিন্তু গতকাল শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছে চট্টগ্রাম। ফলে হার দিয়ে বিপিএল শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হার দিয়ে করল শেষ।

১২ ম্যাচের তিনটিতে মাত্র জিতেছে চট্টগ্রাম। গতকাল নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছে চট্টগ্রাম। ফলে বিপিএলের এবারের আসরকে বিদায় বলে দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হার দিয়ে। এদিকে এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর। কুমিল্লার পয়েন্টও সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে। টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম ১৩২ রান সংগ্রহ করে।

জিয়াউর রহমান করেন সর্বোচ্চ ২৫ বলে ৩৩ রান। এছাড়া তৌফিক খান করেন ২৬ বলে ২৮ রান। মৃত্যুঞ্জয় ২০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।

রংপুর রাইডার্সের পক্ষে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং হারিস রউফ। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের দুই ওপেনার ভালই শুরু করেছিলেন। ৩৮ রানে উদ্বোধনী জুটি ভাঙেন নিহাদুজ্জামান।

তিনি ফেরান ১২ বলে ২০ রান করা নাঈমকে। ২০ রান করার পর রনি তালুকদারকে ফেরান জিয়াউর রহমান। এই ওপেনার করেন ২৭ বলে ২৮ রান। নিহাদুজ্জামানের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন রহমানুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৬ রান। এরপর অধিনায়ক সোহান এবং টম কোহলার মিলে ২৪ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

পূর্ববর্তী নিবন্ধশাকিব খানের চেয়ারে বীর
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ