হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ১২:২৪ অপরাহ্ণ

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ। আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে টাইগাররা।

অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নামা বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত হাফ সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তান সংগ্রহ করে ১৬৭ রান। ইনিংসের সূচনা করতে নামা রিজওয়ান অপরাজিত ছিলেন ৭৮ রানে। তার ৫০ বলের ইনিংসে ৭টি চার এবং ২টি ছক্কার মার ছিল।

এছাড়া অধিনায়ক বাবর আজম ২৫ বলে ২২, শান মাসুদ ২২ বলে করেন ৩১ রান। শেষ দিকে ৮ বলে ১৩ রান করেন ইফতেখার। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন তাসকিন।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ শুরু থেকেই ভুগতে থাকে রানের জন্য। দুই ওপেনার ফিরেন ৩৭ রানে। মিরাজ ১০ এবং সাব্বির করেন ১৪ রান। এরপর আফিফ এবং লিটন মিলে ৫০ রানের জুটি গড়লেও তা দলের জয়ে ভূমিকা পালন করতে পারেনি। এজুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক এবং অধিনায়ক সোহান। শেষ দিকে ইয়াসির আরিল ২১ বলে অপরাজিত ৪২ রানের সুবাধে হারের ব্যবধান কমায় বাংলাদেশ। এর আগে ২৬ বলে ৩৫ রান করেন লিটন। আফিফের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৫ রান। পাকিস্তানের পক্ষে ২৪ রানে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন মোহাম্মদ রিজওয়ান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও বিশজনের করোনা শনাক্ত