হার্ডওয়্যারের দোকানে মিলল ইয়াবা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় হার্ডওয়্যারের দোকানে মিলল ৪৩২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৭ হাজার ৭শ’ টাকা এবং বিভিন্ন সরঞ্জাম। হার্ডওয়্যার ব্যবসার আড়ালে বেশ কিছুদিন ধরে চলছিল ইয়াবা বাণিজ্য।
এ অভিযোগে পুলিশ দোকানের মালিক মো. মঈন উদ্দিন রাসেল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টায় উপজেলার ধলঘাট ইউনিয়নে ধলঘাট ক্যাম্প বাজারে হার্ডওয়্যার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ধলঘাট ইউনিয়নে ৭নং ওয়ার্ডের উত্তর সমুরা গ্রামের কবির আহমদের ছেলে।
পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, মেসার্স সাথী ট্রোডার্স হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ৯টায় এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের অভিযানে ২১ জনকে চার হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা